0247811305 (office) support@ishaatulislam.com

হিসাব রক্ষক

হিসাব রক্ষক এর পরিচিতি

 

মাকছুদুর রহমান
বি.এসসি (অনার্স), এম.এসসি (গণিত), দাওরা হাদীস (মুমতায)
হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত), মসজিদ ও মাদরাসা এবং সহকারি শিক্ষক (মাদরাসা)

 

প্রশংসা আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পনেরোশত বছর পূর্বের শিরক-বিদ‘আত মুক্ত ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা। এইজন্য রাজশাহী রাণীবাজারে ১৯৭৬ সালে কিছু দ্বীনদার মুসলিম ভাইদের সমন্বয়ে এই দ্বীনি প্রতিষ্ঠান গড়ে ওঠে। যার দরুন প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক ঝাঁক সত্য ও ন্যায়ের উজ্জ্বল নক্ষত্র ছাত্রসমাজ। কুরআনুল কারীম ও সহীহ হাদীসের একনিষ্ঠ অনুসারী এবং সালাফে-সালেহীনের আক্বীদায় বিশ্বাসী দ্বীনের একনিষ্ঠ খাদেম; যারা অধুনা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী। পঙ্কিলতায় পরিপূর্ণ এদেশে মানুষদেরকে সঠিক পথের দিশাদানে সক্ষম এক আদর্শ জাতি তৈরিতে এ প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিরক, বিদ’আত মুক্ত এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকুক এই কামনা করি। হে আল্লাহ, আমাদের খেদমতগুলোকে কবুল করুন আমীন !!

principal