গঠনতন্ত্র
মাদরাসার নাম : মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহ, রাণীবাজার, রাজশাহী।
সূচনা
বিগত ২৩/১১/১৯৬২ খ্রি: রাজশাহী শহরের আহলে হাদীস আক্বীদা সম্পন্ন ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ ও পরে ০৪/০৪/১৯৭৫ খ্রি: মাদরাসা ইশআতুল ইসলাম আস-সালাফিয়্যাহর ভিত্তি স্থাপিত হয় এবং ১৯৭৬ খ্রি: শিক্ষাকার্যক্রম শুরু হয়। পরবর্তীকালে ০১/০২/১৯৯০ খ্রি: হিফজ বিভাগ ও ১৭/১১/১৯৯৫ খ্রি: ইয়াতিম বিভাগ চালু করা হয়।
মাদরাসার ঠিকানা
মহল্লা- রাণীবাজার, ডাকঘর- ঘোড়ামারা-৬১০০, থানা- বোয়ালিয়া, রাজশাহী, বাংলাদেশ।
মাদরাসার উদ্দেশ্য এবং লক্ষ্য
- মসজিদে ওয়াক্তিয়া ও জুম্আ উভয় প্রকার স্বলাত আদায়।
- মসজিদ ও মাদরাসা হইতে ইসলাম সম্পর্কে প্রকৃত শিক্ষা প্রদান ও প্রচার; এই প্রতিষ্ঠানদ্বয় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহিত সুসম্পর্ক বজায় রাখিবে।
- সকল ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইবে।
- মুসলিম সমাজে যে সকল অনৈসলামী কার্য-কলাপ ও রীতি-নীতি প্রচলিত রহিয়াছে সেইগুলি দূরীকরণের প্রয়াস অব্যাহত থাকিবে।
- সাধারণভাবে সকল মুসলিমকে এবং বিশেষভাবে আহলে হাদীস আক্বীদা সম্পন্ন মুসলিমদেরকে মুত্তাক্বী (আল্লাহভীরু) ও সুন্নাতের অনুসারী মুসলিমরুপে গড়িয়া তুলিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করিবে।
- মাদরাসা শিক্ষা গ্রহণরত ছাত্রদের জন্য লিল্লাহ্ বোর্ডিং পরিচালিত হইবে।
- কোন মুসলিম রাজশাহী মহানগরীতে আসিয়া কোন রকম বিপদে পড়িয়া সাহায্য প্রার্থী হইলে তাহাকে সহায়তা প্রদান করিবে।
- রাজশাহী শহরে প্রবাসী কোন মুসলিম মৃত্যু বরণ করিলে তাহার বে-ওয়ারিশ লাশের দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করিবে।
- মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করিবার জন্য বার্ষিক সম্মেলনসহ ওয়াজ-মাহফিল ও সেমিনার-সিম্পোজিয়ামের ব্যবস্থা গ্রহণ করিবে।
- মাদ্রাসা ও মসজিদের অধীনে একটি লাইব্রেরী ও পাঠাগার প্রতিষ্ঠাকরণ ও উহা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
- মসজিদে পুরুষদের মতো মহিলাদেরও ইসলাম সম্পর্কে প্রকৃত শিক্ষা প্রদান ও স্বলাতসহ ইসলামী আক্বীদা সম্মত অন্যান্য ইবাদতের ব্যবস্থা গ্রহণ করিবে।
- রাজশাহী মহানগরীর আহলে হাদীস জামে মসজিদ সমূহের মধ্যে কেন্দ্রীয় মসজিদ হিসেবে যোগাযোগ, সম্পর্ক উন্নয়ন, সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
মাদরাসার বৈশিষ্ট্যসমূহ
- মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের সিলেবাসের সমন্বয়ে প্রণীত নির্ধারিত নিজস্ব সিলেবাসের আলোকে পাঠদান।
- দেশী ও বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিপ্রাপ্ত সুদক্ষ, সুযোগ্য, অভিজ্ঞ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
- আবাসিক শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে রাত্রীকালীন পাঠদান।
- বাংলার পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষার পূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ।
- কুরআনুল কারীম ও সহীহ হাদীসের জ্ঞানার্জন এবং তদনুযায়ী আমলের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ।
- সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।
- সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
- আরবী, বাংলা, ইংরেজি ও বিভিন্ন ভাষার বই সমৃদ্ধ লাইব্রেরি।
- আরবী, বাংলা ও ইংরেজিতে কথোপকথন ও বক্তৃতাদানের দক্ষতা অর্জনের জন্য সাপ্তাহিক ইসলাহুল বায়ানের ব্যবস্থা।
- সকল বোর্ড পরীক্ষার জন্য বিশেষ তত্ত্বাবধান।
- অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত্বাবধান।
- প্রচলিত রাজনীতি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশ।
- প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা।
- সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা।
- সর্বোপরি ইসলামের নির্ভেজাল রূপের প্রচার এবং বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের যথাযথ জবাবদানের জন্য আল্লাহভীরু যোগ্য আলেম, লেখক, গবেষক, অনুবাদক, দাঈ ও বাগ্মী বক্তা তৈরি করা।