0247811305 (office) support@ishaatulislam.com

ডিপার্টমেন্ট

book icon

হিফয বিভাগ

শিশুদের সহজ-সরল ও বন্ধুসুলভ উপায়ে শিক্ষাদান। স্বল্প সময়ে হিফয সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা। বোর্ডের অধীনে হাফেয ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা। কুরআন ও সুন্নাহর আলোকে আমল আখলাক গঠন।

নাজরানা – হিফয – শুনানি

কিতাব বিভাগ

আমাদের কোনো ছাত্র নির্দিষ্ট ক্লাস শেষে যেমনিভাবে কওমী মাদরাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিতে পারে, তেমনিভাবে একই বছরে সমমানের ক্লাসে জেনারেল সিলেবাসকে যথাযথ ‍গুরুত্ব দিয়ে সমানভাবে উভয় সিলেবাসের হক আদায় করতে পারে এবং সুযোগ্য ও সুদক্ষ হতে পারে, সে জন্য যথাযথ যত্ন নিয়ে ক্লাশ পরিচালনা করা হয়।

কিতাব বিভাগ:
ক) ইবতেদায়ী/ প্রাথমিক
তৃতীয় শ্রেণি – পঞ্চম শ্রেণি

খ) মুতাওয়াসসিতা/মাধ্যমিক
ষষ্ঠ শ্রেণি – দশম শ্রেণি

গ) সানাবিয়া/ উচ্চ মাধ্যমিক
সানাবিয়া ১ম বর্ষ / একাদশ শ্রেণি- সানাবিয়া ২য় বর্ষ/ দ্বাদশ শ্রেণি

ঘ) দাওরা হাদীস/ ডিগ্রি/ মাস্টার্স            কুল্লিয়া ১ম বর্ষ – কুল্লিয়া ২য় বর্ষ

মসজিদ বিভাগ

রাজশাহী কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ
১. মসজিদে ওয়াক্তিয়া ও জুমুআ উভয় প্রকার স্বলাত আদায়। মসজিদ হইতে ইসলাম সম্পর্কে প্রকৃত শিক্ষা প্রদান ও প্রচার;সকল ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইবে।
২. মুসলিম সমাজে যে সকল অনৈসলামী কার্য-কলাপ ও রীতি-নীতি প্রচলিত রহিয়াছে সেইগুলি দূরীকরণের প্রয়াস অব্যাহত থাকিবে।
৩. সাধারণভাবে সকল মুসলিমকে এবং বিশেষভাবে আহলে হাদীস আক্বীদা সম্পন্ন মুসলিমদেরকে মুত্তাক্বী (আল্লাহভীরু) ও সুন্নাতের অনুসারী মুসলিমরুপে গড়িয়া তুলিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করিবে।
৪. কোন মুসলিম রাজশাহী মহানগরীতে আসিয়া কোন রকম বিপদে পড়িয়া সাহায্য প্রার্থী হইলে তাহাকে সহায়তা প্রদান করিবে।
৫. রাজশাহী শহরে প্রবাসী কোন মুসলিম মৃত্যু বরণ করিলে তাহার বে-ওয়ারিশ লাশের দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করিবে।
৬. মসজিদের অধীনে একটি লাইব্রেরী ও পাঠাগার প্রতিষ্ঠাকরণ ও উহা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
৭. মসজিদে পুরুষদের মতো মহিলাদেরও ইসলাম সম্পর্কে প্রকৃত শিক্ষা প্রদান ও স্বলাতসহ ইসলামী আক্বীদা সম্মত অন্যান্য ইবাদতের ব্যবস্থা গ্রহণ করিবে।
৮. রাজশাহী মহানগরীর আহলে হাদীস জামে মসজিদ সমূহের মধ্যে কেন্দ্রীয় মসজিদ হিসেবে যোগাযোগ, সম্পর্ক উন্নয়ন, সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

ইয়াতীম বিভাগ

সর্বনিম্ন ৭ বছর বয়স হতে ইয়াতিম শিশুর লেখাপড়া,খাতা-কলম, খাওয়া-দাওয়া, পোষাকাদিসহ যাবতীয় খরচ মাদরাসার পক্ষ থেকে বহন করা হয়।