প্রসপেক্টস
ভর্তির নিয়মনীতি
১.নির্ধারিত ফী ৩০০/-টাকার বিনিময়ে ভর্তি ফরম ও ভর্তি নির্দেশিকা (প্রসপেক্টাস) সংগ্রহ করতে হবে। অথবা ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে জমা দেওয়ার সময় ৩০০/- টাকাসহ জমা প্রদান করতে হবে।
২.ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানের নির্ধারিত ফী সমূহ জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩.২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি এবং জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৪. মা-বাবা দু’জনের পাসপোর্ট সাইজের দু’কপি করে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং সর্বদা ব্যবহৃত হয় এমন মোবাইল নম্বর জমা দিতে হবে।
৫.ভর্তির পর প্রতিষ্ঠান পরিবর্তন/ভর্তি বাতিল করতে চাইলে ভর্তি ফী বাবদ প্রদত্ত টাকা ফেরৎ দেওয়া হয় না।
৬.অন্য প্রতিষ্ঠান থেকে এসে ভর্তি হ’তে চাইলে তাকে পূর্ববর্তী প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে ছাড়পত্র (টি.সি.) জমা দিতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি: ফরম বিতরণ: আগামী ০৩ জানুয়ারি ২০২৫ হতে মাদরাসার ছাত্র ভর্তি-ফরম অফিস হতে সংগ্রহ করা যাবে।
পরীক্ষার তারিখ: ০৫ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার সকাল ৯.০০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন্শাআল্লাহ। উল্লেখ্য যে, হিফযুল কুরআনসহ তৃতীয় হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র ভর্তি করা হবে।